সৌদিতে হচ্ছে মিডিয়া সিটি

সৌদিতে শিগগিরই একটি মিডিয়া সিটি হবে বলে জানিয়েছেন দেশটির সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আদেল আল-তুরাইফি। ছবি : আরব নিউজ
স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের কারিগরি ও আনুষঙ্গিক সুবিধা দিতে সৌদি আরবে নির্মিত হচ্ছে একটি মিডিয়া সিটি। খুব শিগগির এর নির্মাণকাজ শুরু হবে।
আরব নিউজের আজ মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদির সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আদেল আল-তুরাইফির বরাত দিয়ে আরব নিউজ জানায়, মিডিয়া সিটিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যমগুলো থাকবে। এগুলোকে দেশের নিয়মকানুন মানা সাপেক্ষে ‘নমনীয়ভাবে’ কার্যক্রম চালাতে দেওয়া হবে।
মিডিয়া সিটি প্রসঙ্গে সৌদির সংস্কৃতি ও তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ এ সিটির লক্ষ্য নয়। এর মাধ্যমে ধর্মীয় ও জাতীয় বিভিন্ন বিষয় জনগণের কাছে তুলে ধরা হবে। সেখানে থাকা গণমাধ্যমগুলোকে অবশ্যই দেশের নিয়মকানুন মেনে চলতে হবে।