নাগরিকদের লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা দিল সৌদি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/24/photo-1456281909.jpg)
নিজ নাগরিকদের লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে লেবাননে অবস্থানরত নাগরিকদের ফেরত আসার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সৌদি নাগরিকদের লেবানন ভ্রমণ না করতে বলা হচ্ছে। একই সঙ্গে লেবাননে অবস্থানরত কিংবা সফররতদের জরুরি প্রয়োজন ছাড়া ফেরত আসতে বলা হচ্ছে।
আলজাজিরার খবরে বলা হয়, লেবাননের শিয়াদের ইসলামপন্থী সংগঠন হিজবুল্লাহকে হুমকি হিসেবে দেখছে সৌদি। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনীর জন্য প্রতিশ্রুত ৪০০ কোটি ডলার সাহায্যও বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি।
এদিকে, সৌদির পাশাপাশি লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতও (ইউএই)। দেশটি সৌদিকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে।
এ ছাড়া বাহরাইনও নিজ নাগরিকদের লেবাননে না যাওয়ার তাগিদ দিয়েছে।
শিয়া নেতা শিখ নিমর আল নিমরকে সৌদি সরকার মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকে শিয়া-সুন্নি দ্বন্দ্ব নতুন মোড় নেয়। সৌদির নেতৃত্বে সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়। আর ইরানের নেতৃত্বে শিয়ারা সুন্নিদের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে।