আরব উপসাগরের দেশগুলোতে সংযোগ বাড়াবে এএপি

ভারতের আম আদমি পার্টির (এএপি) সৌদি আরবের রিয়াদে তাদের শাখার এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে রিয়াদে দলটির সমর্থকরা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আরব উপসাগরীয় দেশগুলোতে প্রায় ৭০ লাখ ভারতীয় থাকেন। এ জন্য এএপি এসব দেশে তাদের সংযোগ আরো বাড়াতে চায়।
দিল্লির ক্ষমতাসীন দল এএপির বিদেশবিষয়ক সহ-আহ্বায়ক ও আইনপ্রণেতা আদর্শ শাস্ত্রী বলেন, সুশাসনের জন্য এএপি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে।
আদর্শ শাস্ত্রী বলেন, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে এএপি ভারতের দুর্নীতির মূল উপড়ে ফেলে অদুর্নীতিপরায়ণ শাসন প্রতিষ্ঠা করবে।
এএপির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনেক প্রবাসী ভারতীয় উপস্থিত ছিলেন। তাঁরা দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকশ করেন।
শাস্ত্রী বলেন, ২০১৪ সালে এএপি দিল্লিতে ক্ষমতায় আসার পর দেশটির পুরো রাজনৈতিক চেহারায় পরিবর্তন এসেছে।
ক্যাপশন : সম্প্রতি ভারতের আম আদমি পার্টির রিয়াদ শাখার বর্ষপূর্তি উদযাপন করেন দলটির কর্মী-সমর্থকরা। ছবি : আরব নিউজ