দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, রিয়াদে ৫ বাংলাদেশি নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/05/photo-1457187095.jpg)
সৌদি আরবের রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় সময় ভোরে রিয়াদের অভিজাত এলাকা অলাইয়াতে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াদের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছয়জন নিহত হয়। আহত হয় ১৪ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক।
নিহতরা হচ্ছেন টাঙ্গাইলের আবুল হোসেন ও মোহাম্মদ নুরু, ঢাকার এরশাদ আলী, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলী এবং কিশোরগঞ্জের মোহাম্মদ সোহেল।