সকালে চাঁদের আড়ালে ঢাকা পড়েছিল সূর্য

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন ইন্দোনেশিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশের লাখো মানুষ। আজ বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টা ১২ মিনিটে শুরু হয়ে সকাল ৭টা ২১ মিনিটে শেষ হয় গ্রহণ। বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে পূর্ণগ্রহণ দেখা গেছে।
পৃথিবী, চাঁদ ও সূর্য যখন এক রেখায় অবস্থান করে, তখন চাঁদের আড়ালে ঢাকা পড়ে সূর্য। ক্ষণিকের এই মুহূর্তটিই সূর্যগ্রহণ হিসেবে পরিচিত। গ্রহণ চলাকালে কখনো কখনো কয়েক মিনিটের জন্য একেবারে রাতের অন্ধকার নেমে আসে।
অবস্থানভেদে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গ্রহণের রকমফের দেখা যায়। ইন্দোনেশিয়ার বেলিতুং প্রদেশের সমুদ্রসৈকত থেকে পূর্ণ গ্রহণ দেখা গেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সুমাত্রা, বর্নিও, সুলাওয়েসিসহ কয়েকটি দ্বীপে সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়ে যায়। ফলে দিনের শুরুতেই এসব এলাকায় যেন রাত নেমে আসে। বিশেষ করে মাবা ও মালুকু দ্বীপে প্রায় তিন মিনিট পর্যন্ত অন্ধকার অবস্থা বিরাজ করে। ইন্দোনেশিয়ায় এটিই দীর্ঘ সময় ধরে হওয়া সূর্যগ্রহণ।
এ ছাড়া প্রশান্ত মহাসাগরীয় অধিকাংশ দেশ থেকেই পূর্ণগ্রাস গ্রহণ দেখা গেছে।
আবার অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ থেকে আংশিক গ্রহণ দেখা গেছে। এসব এলাকার লাখো মানুষ বিরল এই দৃশ্য উপভোগ করেছেন। তবে সরাসরি গ্রহণের দৃশ্য দেখলে চোখের ক্ষতি হতে পারে, তাই সানগ্লাস বা বিশেষ ধরনের চশমা পরে এই স্মরণীয় মুহূর্ত উপভোগ করেছেন অনেকে।