ইসরায়েলের রাস্তায় জাদুর পাটিতে আলাদিন!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/25/photo-1458917970.jpg)
আরব্য রজনীর জনপ্রিয় চরিত্র আলাদিন, জাদুর পাটিতে উড়ে বেড়ায় সে। গল্পের এই চরিত্র এবার বাস্তবেই দেখা মিলল, সঙ্গে জাদুর পাটিও। ইসরায়েলের রাস্তায় সম্প্রতি বাস্তবের আলাদিনকে জাদুর পাটিতে ঘুরে বেড়াতে দেখা যায়।
আরব্য রজনীর আলাদিন থেকে কার্টুন বানায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত কার্টুন নির্মাতা ডিজনি। ইসরায়েলের আলাদিনের পরনে ছিল ওই কার্টুনে দেখানো পোশাক। তবে বিশেষ আকর্ষণ ছিল জাদুর পাটি। গল্পে বলা জাদুর পাটি আকাশে উড়তে পারলেও বাস্তবের আলাদিনের পাটি রাস্তার ওপর চলে। তবে প্রথম দেখায় মনে হবে রাস্তার কিছুটা ওপরে পাটিটি হাওয়ায় ভাসছে। এর চাকাগুলো বিশেষভাবে লাগানো, তাই সহজে চোখে পড়ে না। বাস্তবের আলাদিনের হাতে থাকা বিশেষ রিমোটের মাধ্যমে জাদুর পাটি নিয়ন্ত্রিত হয়।
তেল আবিবের রাস্তায় আলাদিন সেজে জাদুর পাটিতে ঘুরে বেড়ানোর দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভিডিওটি এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। তবে বাস্তবের আলাদিনের কাছে একটি জিনিসের ঘাটতির কথা মনে করিয়ে দেন অনেকে, আর তা হলো ‘জাদুর কুপি’।
ভিডিওটি দেখতে ক্লিক করুন :
אלאדין בתל אביבAladin in Tel AvivAviad Rosenfeld(y) פשפשוק
Posted by פשפשוק on Wednesday, March 23, 2016