সৌদিতে বিমানযাত্রীর পেট থেকে বের হলো হেরোইন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/17/photo-1460867361.jpg)
সৌদি আরবের জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৬৯৯ গ্রাম হেরোইন ও ৬৫ হাজার ২৬৫টি ক্যাপটাগন ক্যাপসুল উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার এ দ্রব্যগুলো উদ্ধার করা হয়।
আরব নিউজের খবরে বলা হয়, হেরোইন ও ক্যাপসুল উদ্ধারের বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে জানান বিমানবন্দর কাস্টমসের মহাপরিচালক আবদুল্লাহ আল-ফালাই। তিনি বলেন, হেরোইনগুলো ওই যাত্রীর পেট থেকে বের করা হয়। আর ক্যাপটাগন ক্যাপসুলগুলো তার কাছে থাকা একটি পানির পাম্পে লুকানো অবস্থায় পাওয়া যায়।
আবদুল্লাহ আল-ফালাই বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শনিবার বিমানবন্দরটিতে অভিযান চালান কাস্টমসের কর্মকর্তারা। একটি বিমান অবতরণের পর এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয় কর্মকর্তাদের কাছে। এরপর তল্লাশি চালিয়ে দেখা যায়, ওই যাত্রীর পেটে হেরোইনের ৯২টি ক্যাপসুল।
কাস্টমসের ওই কর্মকর্তা বলেন, আটক যাত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।