বিশ্বের সেরা সব টয়লেট

টয়লেটের মান দেখে অনেকেই আজকাল ভ্রমণ করেন। এ জন্য ভ্রমণকারী বা পর্যটকদের জন্য একটি সহজ নির্দেশিকা তৈরি করেছে প্রকাশনা সংস্থা লোনলি প্লানেট।
সংস্থাটি বেশ কিছু বিশ্রামাগারের ছবিও প্রকাশ করেছে। লন্ডনের রাস্তায় গণশৌচাগার থেকে শুরু করে তানজানিয়ার পাহাড়ের চূড়ায় টয়লেটসহ শতাধিক ছবি স্থান পেয়েছে তালিকায়। ‘টয়লেটস : আ স্পটারস গাইড’ শীর্ষক বইটি এরই মধ্যে আগ্রহের জন্ম দিয়েছে পর্যটকদের মধ্যে।
টয়লেটগুলো লাঠিগোছের কিছু দিয়ে তৈরি, হয়তো পরিত্যক্ত; সেই ভ্রমণপিপাসু খুব বেশিক্ষণ থাকতেই চাইবেন না।
অন্যদের মধ্যে ‘শিল্পকর্মের’ ছোঁয়া রয়েছে, যেখান থেকে আরামের কাজটি সেরে নেওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। যার ফলে কমফোট বিরতি নিতে কোনো সমস্যা হবে না।
বইটির মুখবন্ধে বলা হয়েছে, ‘যেকোনো অভিজ্ঞ ভ্রমণকারী জানেন, আপনি একটি জায়গার টয়লেট দেখে তার পুরো অবস্থা সম্পর্কে বলতে পারবেন। আপনি যে নামেই ডাকুন কেন—ল্যাভাটরি, লু, বগ, খাসি, থান্ডারবক্স, ডানি, ওয়াশরুম বা ওয়াটার ক্লোসেট—টয়লেট হলো একটি জায়গার গোপন আত্মা সম্পর্কে জানার জানালা।’
বিশ্বের সেরা টয়লেটগুলো যেসব জায়গায় রয়েছে : ব্রাজিলের জেরিকোয়াকোয়ারা, তিউনিসিয়া, নেপালের সাগারমাথা ন্যাশনাল পার্ক, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও আলাস্কা অঙ্গরাজ্য, অস্ট্রেলিয়ার এনকাউন্টার বে, তাইওয়ানের তারোকো ন্যাশনাল পার্ক, তানজানিয়ার বারাফু ক্যাম্প, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্য, বার্লিনের সনি সেন্টার, নিউজিল্যান্ডের রোটোরুয়া, নরওয়ের কংসবার্গ, আইসল্যান্ডের জালাবাক ন্যাশনাল রিজার্ভ ও ক্রাফিয়া, ভারতের লাদাখ, ফিনল্যান্ডের এনোনটেকিও, বেলিজের প্লাসেনসিয়া।