সৌদিতে রোজায় ৫ ঘণ্টা কাজ, ঈদে ১২ দিন ছুটি

পবিত্র রমজান মাস উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নতুন করে কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। সৌদি আরবের জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশটির সব সরকারি কার্যালয়ে কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা ঘোষণা করা হয়েছে।
সরকারি এ ঘোষণার বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, সব সরকারি কার্যালয়ের কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।
এ ছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ রমজান থেকে এ ছুটি কার্যকর হবে।
এর আগে কড়া রোদের মধ্যে শ্রমিকদের কাজ না করাতে মালিকপক্ষকে নির্দেশনা দিয়েছিল সৌদি আরবের আরেকটি মন্ত্রণালয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গত সোমবার থেকে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। সৌদি আরবের সময় অনুযায়ী কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানেও সোমবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।