বাংলাদেশিদের পয়লা বৈশাখের শুভেচ্ছা ওবামার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/04/11/photo-1428739745.jpg)
বারাক ওবামা। ফাইল ছবি
পয়লা বৈশাখ উপলক্ষে বাংলাদেশি ও বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা ও আমেরিকানদের পক্ষে আমি পয়লা বৈশাখ উৎসব উদযাপন উপলক্ষে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।’
কেরি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাঙালির সব ঐতিহাসিক দিবস ও সমৃদ্ধ সংস্কৃতি উদযাপনে যোগ দিয়ে আসছে। আপনাদের গান, চলচ্চিত্র, কবিতা, শিল্প ও সাহিত্য মানবতাকে সমৃদ্ধ করেছে। আপনারা পরিবার ও বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপন করবেন। যুক্তরাষ্ট্রও বন্ধু হয়ে আপনাদের সঙ্গে রয়েছে।’ তিনি আরো বলেন, ‘নববর্ষ আপনাদের জীবনে শান্তি ও সম্ভাবনা বয়ে আনুক—এই কামনা করি। শুভ নববর্ষ।’