মাকে হত্যা করে আইএসের পথে জমজ!

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দিতে বাধা দিয়েছিলেন মা। আর এ কারণে মাকেই হত্যা করল দুই ভাই! সৌদি আরবের ২০ বছর বয়সি জমজ দুই ভাইয়ের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।
অবশ্য মাকে হত্যা করে আইএসে যোগ দেওয়া হয়নি তাদের। এর আগেই পুলিশ ওই দুই ভাইকে আটক করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২৪ জুন রিয়াদে নিহত হন ৬৭ বছরের হাইলা। তাঁর জমজ দুই ছেলে খালেদ এবং সালেহ আল ওরানির বিরুদ্ধে অভিযোগ তারা তাদের মা হাইলাকে হত্যা করেছে। দুই ভাই আইএসে যোগ দিতে চায়। কিন্তু এতে বাধা দেন হাইলা। কেবল মা নন। দুই ভাইয়ের হামলার শিকার হয়েছেন তাদের ৭২ বছর বয়সি বাবা ও ২২ বছর বয়সি বড় ভাইও। উভয়ে এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
তবে খালেদ ও সালেহর পরিকল্পনা সফল হয়নি। ইয়েমেন সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে তাদের মাকে হত্যার অভিযোগ এসেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
পরিবারকে জখম করে আইএসে যোগ দেওয়ার উদ্যোগের বিষয়টি সৌদি আরবে সাম্প্রতিক সময়ে ঘটা পঞ্চম ঘটনা।