উত্তর কোরিয়ার নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/07/photo-1467865525.jpg)
উত্তর কোরীয় নেতা কিম জং-উনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা হলেও দেশটির নেতার বিরুদ্ধে কোনো মার্কিন নিষেধাজ্ঞা এই প্রথম।
বিবিসি জানায়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিম জং-উনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। একই অভিযোগে উত্তর কোরিয়ার ১০ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, কিম জং-উন উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি যুক্ত। বিবৃতিতে আরো বলা হয়, নিষেধাজ্ঞা থাকা ব্যক্তিদের কোনো সম্পদ যুক্তরাষ্ট্রের মাটিতে থাকলে তা ক্রোক করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক ওই ব্যক্তিদের সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্কে জড়াতে পারবেন না।
ধারণা করা হয়, উত্তর কোরিয়ায় ৮০ হাজার থেকে এক লাখ ২০ হাজার বন্দি আছে। বিভিন্ন বন্দিশিবিরে এদের ওপর নির্যাতন ও যৌন নিপীড়ন চালানো হয়। অনেক বন্দিকে হত্যাও করা হয়। আর এ সবই চলছে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের নির্দেশে।
পরমাণু অস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার ওপর এরই মধ্যে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়াকে পুরোপুরি একাকী করতে চাইছে যুক্তরাষ্ট্র। এরই একটি ধাপ হিসেবে দেশটির নেতা কিম জং-উন এবং শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উত্তর কোরিয়ার নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে এখনো দেশটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে সিরীয় নেতা বাশার আল-আসাদ এবং লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।