মহাশ্বেতা দেবীর শারীরিক অবস্থার আরো অবনতি

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। বয়োবৃদ্ধ এ লেখিকাকে গত ২২ মে ফুসফুসে সংক্রমণের কারণে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। কিন্তু দীর্ঘ চিকিৎসাতেও তাঁর অবস্থার উন্নতি হয়নি।
মহাশ্বেতা দেবীর চিকিৎসক সমরজিত নস্কর জানান, মহাশ্বেতার শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে। তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। হৃদযন্ত্রও ঠিকমতো কাজ করছে না। শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা দরকার সেই তাপমাত্রাও নেই। তাঁর রক্তেও ব্যাকটেরিয়া সংক্রমণ ধরা পড়েছে এবং ঘনঘন ডায়ালাইসিস করতে হচ্ছে। আইসিসিইউতে ভর্তি রয়েছেন তিনি। অত্যন্ত সংকটজনক অবস্থার মধ্যে রয়েছেন তিনি।
ইতিমধ্যে মহাশ্বেতা দেবীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীও নিয়মিত তাঁর স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য জ্ঞানপীঠ, র্যামন ম্যাগসাইসাই এবং ভারত সরকারের পদ্ম বিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন এই লেখিকা।