আরও ২৩৬০ বাংলাদেশিকে ফেরত পাঠাবে ভারত : জয়সওয়াল

বেশ কিছুদিন থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশি নাগরিকদের ‘পুশ ইন’ করছে ভারত। এই পুশ ইনের বিষয়ে গতকাল বুধবার (২২ মে) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি জানান, আরও ২ হাজার ৩৬০ জন ‘বাংলাদেশি’কে পুশ ইনের জন্য প্রস্তুত করে রেখেছে দেশটি।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, অবৈধ নাগরিকদের চিহ্নিত করার বিষয়টি দ্রুত সেরে ফেলতে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, ভারতে যারা অবৈধভাবে বসবাস করছে, তারা যে দেশের নাগরিকই হোন না কেন, স্থানীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই ‘অবৈধ’ বসবাসকারীদের মধ্যে বহু বাংলাদেশি ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন। তাদের নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এই মুহূর্তে মোট ২ হাজার ৩৬০ জনের তালিকা প্রস্তুত রয়েছে। তাদের প্রত্যেককেই ফেরত যেতে হবে। এই নাগরিকদের অনেকের কারাদণ্ডের মেয়াদ পূর্ণ হয়েছে। তাদের ফেরত পাঠানোর জন্য নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন। কেউ কেউ সে কাজের জন্য ২০২০ সাল থেকে অপেক্ষায় আছেন। বাংলাদেশকে বিষয়টি ত্বরান্বিত করার জন্য অনুরোধ করা হয়েছে, যাতে তাদের ফেরত পাঠানো যায়। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা উচিত।