সৌদি আরবে বেতন বাড়ছে ৩০ শতাংশ

সৌদি আরবে আগামী পাঁচ বছরে বেতন কাঠামো ২০ থেকে ৩০ শতাংশ বাড়তে পারে। সৌদি অর্থনীতিবিদ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বরাত দিয়ে আরব নিউজ বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।
রিয়াদের অর্থনীতিবিদরা আরব নিউজকে জানান, দেশটিতে ক্রমবর্ধমান হারে বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি এবং সরকারি কিছু খাতকে বেসরকারীকরণের ফলে এ বেতন কাঠামো বৃদ্ধি পাবে।
সৌদি অর্থনীতিবিদরা কয়েকটি বেসরকারি খাত শনাক্ত করেছেন, যেগুলোতে সবার আগে বেতন বাড়তে পারে। তাঁদের মতে, খুচরা, প্রযুক্তি ও পর্যটন খাতে প্রথমে বেতন বৃদ্ধি হবে।
বিখ্যাত সৌদি অর্থনীতিবিদ আবদুল্লাহ আল মেগলোথ ও তায়েফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালেম আল আজাজার মতে, বড় বড় বিদেশি কোম্পানি বিনিয়োগের জন্য সৌদিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। কারণ, সৌদিতে বিদেশি কোম্পানিগুলোর জন্য নির্দিষ্টসংখ্যক সৌদি শ্রমিক নিয়োগ বাধ্যতামূলক। তিনি বলেন, এসব কোম্পানির নিজস্ব নিয়োগ ব্যবস্থা রয়েছে। পরবর্তী পাঁচ বছরে এসব প্রতিষ্ঠানে সর্বনিম্ন বেতন ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধির নিশ্চয়তা রয়েছে।
তায়েফ বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরো বলেন, সৌদি আরবে বিদেশি দক্ষ জনবল ধরে রাখতে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোরও বেতন বাড়ানো উচিত।