ভিসা আইন ভঙ্গের অভিযোগ অস্বীকার ট্রাম্পের স্ত্রীর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া তাঁর বিরুদ্ধে মার্কিন ভিসা আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। সব সময়ই মার্কিন ভিসা আইন মেনে চলার দাবি করেছেন সাবেক এই মডেল।
বিবিসির খবরে বলা হয়, ১৯৯৫-৯৬ সালে মার্কিন ভিসা আইনের শর্ত ভেঙে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মডেলিং এবং ফটোশুটের অভিযোগ উঠেছে মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে। সম্প্রতি তাঁর নগ্ন ফটোশুটের বিষয়টি বিশ্ব সংবাদমাধ্যমের আলোচনায় আসে।
যুক্তরাষ্ট্রের এক মডেলিং এজেন্সির মালিক পাওলো জামপোলি বলেন, ১৯৯৬ সালে মেলানিয়া এইচওয়ানবি ওয়ার্ক ভিসায় যুক্তরাষ্ট্রে ছিলেন। তবে মেলানিয়া বলেন, ভিসার মেয়াদ বাড়ানোর জন্য কয়েক মাস পরপরই নিজের দেশ স্লোভেনিয়ায় যেতে হতো। ট্যুরিস্ট বা বিজনেস ভিসার ক্ষেত্রেই সাধারণত ভিসা হালনাগাদের জন্য ঘনঘন দেশে যাওয়ার প্রয়োজন হয়। তাই ১৯৯৬ সালে তিনি ওয়ার্ক পারমিট ব্যবহার করতেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ।
এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করে মেলানিয়া ট্রাম্প বলেন, সব সময়ই অভিবাসনের আইন মেনেছেন তিনি। তবে ১৯৯৫ সালে কী ধরনের ভিসা ব্যবহার করছিলেন, তা এখনো জানাননি মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার পক্ষ থেকেও এ তথ্য প্রকাশে অস্বীকৃতি জানানো হয়।
ডোনাল্ড ট্রাম্প বরাবরই অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর সমালোচনা করেছেন। এখন তাঁর স্ত্রীর বিরুদ্ধে ভিসা আইন ভঙ্গ নিয়ে বিতর্ক উঠল। এমন সময়ে এ অভিযোগ উঠল যখন বিতর্কিত বিভিন্ন মন্তব্যের কারণে রিপাবলিকান শিবিরেই বিভাজন দেখা দিয়েছে।
অবশ্য স্ত্রী মেলানিয়াকে নিয়ে বিতর্কের মুখে পড়া ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন নয়। গত জুলাইয়ের শুরুতে রিপাবলিকান জাতীয় সম্মেলনে মেলানিয়ার বক্তৃতা নিয়ে বিতর্ক দেখা দেয়। বক্তৃতার দুটি অনুচ্ছেদ মিশেল ওবামার বক্তৃতা থেকে নেওয়া হয়েছিল। অবশ্য ওই সময়ও অভিযোগ অস্বীকার করেন মেলানিয়া।