উরি হামলাকারীদের কাছে ছিল পাকিস্তানের জুস
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরি এলাকায় ভারতীয় সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলাকারীদের ব্যবহৃত ওয়্যারলেস সেটে (তারহীন যোগাযোগের যন্ত্র) উর্দুতে লেখা পাওয়া গেছে। এ ছাড়া নিহত ওই হামলাকারীদের কাছে ছিল পাকিস্তানের তৈরি জুস। এসব বস্তু হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকার নির্দেশ করে বলে দাবি ভারতীয় তদন্তকারীদের।
গত ১৮ সেপ্টেম্বর ভোরে জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উরি এলাকার সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলা হয়। এতে ১৮ সেনা ও চার হামলাকারী নিহত হন। এ ছাড়া ওই ঘটনায় আহত ৩৫ সেনাকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। হামলার পরপরই এর জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। আর এই হামলার কড়া জবাব দিতে চায় ভারতীয় সেনারা।
উরি হামলার তদন্তকারী ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, হামলাকারীদের কাছে দুটি ওয়্যারলেস সেট পাওয়া গেছে। সেট দুটি জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান আইসিওএমের তৈরি। সাধারণত কোনো দেশের নিরাপত্তা সংস্থার কাছে এমন ওয়্যারলেস সেট বিক্রি করা হয়। এনআইএ আরো জানায়, হামলাকারীদের দুটি ওয়্যারলেসে উর্দুতে লেখা ছিল ‘বিলকুল নয়া’ (পুরোপুরি নতুন)। এ ছাড়া ইংরেজিতেও ‘নিউ’ শব্দটি লেখা ছিল।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে ওয়্যারলেস সেটের বিস্তারিত তথ্য পাঠিয়ে এ সম্পর্কে জানতে চাওয়া হবে। এরই মধ্যে এর কাজ শুরু হয়েছে।
এনআইএ সূত্রে জানা গেছে, উরি হামলাকারীদের ব্যবহৃত ৪৮ রকম বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে আছে মানচিত্র, গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) যন্ত্র, মোবাইল ফোন, জুস ইত্যাদি। অবশ্য হামলাকারীরা তাদের ব্যবহৃত একটি মানচিত্র পুড়িয়ে দিয়েছে।
এনআইএ জানিয়েছে, হামলাকারীদের জিপিএস যন্ত্রগুলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান জারমিনের কাছ থেকে কেনা। এর ক্রমিক নম্বর থেকে ক্রেতার তথ্য পাওয়া যাবে বলে আশা করছে এনআইএ।
এনআইএ আরো জানায়, হামলাকারীদের কাছে কয়েকটি জুসের প্যাকেট পাওয়া যায়, যেগুলো পাকিস্তানের করাচি শহরে তৈরি।