মাকড়সার বৃষ্টি!

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের অধিবাসীরা একদিন হঠাৎ করেই খেয়াল করল বৃষ্টি হচ্ছে। তাও যে-সে বৃষ্টি না। এই বৃষ্টিতে পানির বদলে পড়ছে মাকড়সার বাচ্চা!
স্থানীয়দের মনে হচ্ছিল, এটা যেন জালের বৃষ্টি হচ্ছে। একটা ভিনগ্রহের আক্রমণ হচ্ছে বলেও মনে হচ্ছিল তাদের।
ওই সময়ের বর্ণনা দিতে গিয়ে গোলবার্ন শহরের বাসিন্দা ইয়ান ওয়াটসন বলেন, ‘এই পুরো জায়গাটা ছোট ছোট কালো মাকড়সায় ঢেকে গিয়েছিল। যখন আমি সূর্যের দিকে তাকালাম, তখন মনে হচ্ছিল, আকাশ পর্যন্ত শতাধিক মিটার দূরত্বের সুড়ঙ্গ তৈরি হয়েছে।’
‘আমি মাত্র ১০ মিনিটের জন্য শহরের বাইরে গিয়েছিলাম। যখন ফিরলাম দেখি অসংখ্য মাকড়সা ঘুরে বেড়াচ্ছে আর আমার পুরো বাড়িটা তাদের জাল দিয়ে ঢাকা পড়েছে,’ যোগ করেন ওয়াটসন।
অবস্থা এমন হয়েছিল যে, মাকড়সার জালের বাইরে কেউ বেরোতেই পারছিল না। তবে উল্লেখ করার মতো বিষয় হলো, মাকড়সাদের জন্য এভাবে জালসহ বৃষ্টির মতো নেমে আসাটা যেন আশ্চর্য কিছু নয়।
এমনিতে মাকড়সার একটা অভ্যাসই হলো গাছপালার ওপরে ওঠা এবং তাদের জাল ব্যবহার করে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য।
বিজ্ঞানীরা বিশ্বাস করেন, মাকড়সাদের এই অভিবাসনের অভ্যাসের কারণেই বিশ্বের প্রতিটি মহাদেশে এদের দেখা মেলে। এমনকি মাটি থেকে বহু দূরে সাগরের মাঝখানে থাকা জাহাজেও তাই মাকড়সা খুঁজে পান নাবিকরা।