বেঙ্গালুরুর জলে জ্বলছে আগুন
ভারতের বেঙ্গালুরুর বেলান্দুর লেকে দূষণের মাত্রা এমন পর্যায়ে গেছে যে পানিতে রীতিমতো আগুন জ্বলছে। হাফিংটন পোস্টের খবরে দেখা গেছে, লেকে এখন পানির ওপরে বিষাক্ত ফেনা জমে গেছে। গত সপ্তাহেই আগুন ধরে গিয়েছিল লেকের ‘পানি’তে।
লেকের ‘পানি’ অবশ্য এখন আর পানির পর্যায়ে আছে কি না, তা নিশ্চিত হয়ে বলা যায় না। বেলান্দুর লেকের ওপরে বিষাক্ত ফেনা জমে এমন দশা যে, দূর থেকে দেখলে মনে হবে নিশ্চয়ই বরফ পড়েছে। আর সেই ফেনার নিচে রাসায়নিক বর্জ্য আর পয়োনিষ্কাশনের ময়লা মিশে পানি হয়ে উঠেছে নিকষ কালো।
ব্যাঙ্গালোর মিররের রিপোর্টে জানা গেছে, গেল শুক্রবারে দাউ দাউ করে আগুন জ্বলেছে এই লেকে। এর ভিডিও দেখলে চমকে যেতে পারেন যে কেউই। বিশেষজ্ঞদের মতে, কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য, তেল আর পয়োনিষ্কাশনের ময়লা মিলে লেকের পানির এই পরিস্থিতি তৈরি করেছে। সব মিলিয়ে এর দশা হয়েছে রীতিমতো এক বিস্ফোরক ককটেলের মতন! এই লেকের আশপাশে যেসব জলাশয় ছিল, সেগুলোও অতীতেই ভরাট হয়ে গেছে।
মিরর পত্রিকাকে স্থানীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আগে কিছু জলাধারের মতো ছিল। সেগুলো এই দূষিত পানিকে পরিষ্কার করার একটা মাধ্যম হিসেবে কাজ হয় তো করতে পারত। কিন্তু ওগুলো তো এখন আর নেই, তাই প্রাকৃতিকভাবে বিশুদ্ধকরণের আর কোনো উপায় নেই। এই লেকের দূষণ এখন নিয়ন্ত্রণের বাইরে।’
শুক্রবারের আগুনের কয়েকদিন পর আবারও আগুন জ্বলতে দেখেছেন স্থানীয়রা। শুধু তাই নয়, এলাকাবাসী এর থেকে চামড়ায় জ্বলুনি এবং অ্যালার্জিরও সম্মুখীন হয়েছেন বলে জানায় ‘নিউজ মিনিট’ নামের এক গণমাধ্যম। বিষাক্ত ফোম থেকে নির্গত টক্সিনের কারণে এমন হতে পারে বলে মন্তব্য তাদের। স্থানীয় এক অধিবাসী তো রীতিমতো বলে বসেছেন, ‘ফোম আর আগুনের পর এবার কি? লম্বা মাথার জলদানব’?
এ ব্যাপারে তদন্তের জন্য তলব করেছেন শহরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।