২০০ কোটি ডলারের লটারি জেতা ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা
দুইশ কোটি মার্কিন ডলারের লটারি জিতেছিল এক ব্যক্তি। কিন্তু, লটারি চুরির অভিযোগে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে আরেক ব্যক্তি। মামলা করা ব্যক্তির অভিযোগ, তার থেকে ওই লটারি চুরি করা হয়েছিল। ঘটনাটি যুক্তরাষ্ট্রের। লটারি জেতা ওই ব্যক্তির নাম এডউইন ক্যাস্ট্রো। আজ শনিবার (২৭ মে) এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের পাওয়ারবল লটারিতে ২০০ কোটি ডলার বা ১৬০ কোটি ইউরো জেতা ক্যাস্ট্রোর বিরুদ্ধে মামলা করেছে এক ব্যক্তি। ওই ব্যক্তির দাবি, তার থেকে চুরি করা লটারি দিয়ে বিশাল পরিমাণের অর্থ জিতেছে ক্যাস্ট্রো।
ক্যালিফোর্নিয়ায় বাস করা ক্যাস্ট্রো গত নভেম্বরে লটারি জিতেছিল। তবে, বর্তমানে একই শহরের বাসিন্দা জোস রিভেরা এই মামলা করেছে। তার মতে, লটারির অর্থ তার পাওয়ার কথা।
বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি লটারি জেতা ক্যাস্ট্রো। আর ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাস্ট্রোই সঠিক বিজয়ী।
বিষয়টি নিয়ে গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ। সবগুলো বিবৃতিতে তারা বলেছে, পুরস্কারের অর্থের দাবিদারকে আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করি। এই প্রক্রিয়ার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।
রিভেরা নামের ওই ব্যক্তি আলহামব্রা শহরের উচ্চ আদালতে এই মামলাটি করেছেন। মামলাতে ওই ব্যক্তি জানান, ২০২২ সালের ৭ নভেম্বর তিনি লটারিটি কিনেছিলেন। কেনার দিনই লটারি চুরি হয়। তবে, যে ব্যক্তি চুরি করেছিলেন তিনি ক্যাস্ট্রো ছিলেন না। কীভাবে লটারিটি ক্যাস্ট্রো পর্যন্ত গিয়েছে মামলায় সেরকম তথ্য জানানো হয়নি।
বিবিসি বলছে, পাওয়ারবলের প্রতিটি টিকেটের মূল্য দুই ডলার। লটারি বিজয়ী ব্যক্তি দুইভাবে প্রাইজ মানি দাবি করতে পারে। বিজয়ী ব্যক্তি ২৯ বছর ধরে কিস্তির মাধ্যমে জেতা অর্থ নিতে পারবেন। আরেকটি হলো, সম্পূর্ণ একবারেই তুলে নিতে পারবেন। বেশিরভাগ বিজয়ী ব্যক্তি, একসঙ্গেই তুলে নেন লটারির টাকা।
১৯৯২ সাল থেকে লটারি পাওয়াবল লটারির কার্যক্রম চলে আসছে। ওয়াশিংটনসহ দেশটির ৪৫ থেকে ৫০টি স্টেটে এই লটারির কার্যক্রম পরিচালিত হয়। লটারির বিজয়ী ব্যক্তিকে জেতা অর্থের থেকে ফেডারেল সরকারকে ২৪ থেকে ৩৭ শতাংশ পর্যন্ত কর দিতে হয়।