জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/06/11/earthquake-pixabay_.jpg)
ভূমিকম্পের প্রতীকী ছবি। পিক্সাবে থেকে নেওয়া
জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় আজ রোববার (১১ জুন) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে, দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সুনামির কোনো আশঙ্কা নেই। খবর এএফপির।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। ২০১১ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ফলে সুনামি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধসের ঘটনা ঘটে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/06/11/jaapaan-in.jpg)
আজকের ঘটনায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, জাপানের উত্তরাঞ্চলীয় হাক্কায়দো দ্বীপে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।