এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/22/33bx8gn-highres.jpg)
চীন ও কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী পীত সাগর অভিমুখে ‘বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আজ শনিবার (২২ জুলাই) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকার পর এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো। স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে এসব ক্ষেপণাস্ত্র করা হয় বলে ইয়োনহাপ জানায়।
ইয়োনহাপের খবরে বলা হয়, ‘দক্ষিণ কোরীয় ও মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এসব ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ বিশ্লেষণ করেছে।’
উত্তর কোরিয়া জাপান অভিমুখে সমুদ্রে দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মাত্র তিনদিন পর এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো। পিয়ংইয়ংয়ের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা।
এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির মুখে সিউল ও ওয়াশিংটন প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে। এমন পরিস্থিতিতে পিয়ংইয়ং ও সিউলের মধ্যে কূটনৈতিক তৎপরতা স্থবির হয়ে পড়েছে।
এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৌশলগত পরমাণু অস্ত্রসহ অন্যান্য অস্ত্রের উৎপাদন বাড়াতে দেশটির কর্মকর্তাদের আহ্বান জানান। এর জবাবে সিউল ও ওয়াশিংটন অত্যাধুনিক যুদ্ধবিমানসহ কৌশলগত বিভিন্ন সম্পদ ব্যবহার করে যৌথ সামরিক মহড়া চালায়।