সামরিক বাহিনীর সদস্যসহ সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ করল সিরিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/16/siriyyaa-thaamb.jpg)
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার সামরিক বাহিনীর সকল সদস্যদের বেতন দ্বিগুণ করা হয়েছে। ১০০ শতাংশ বেতন বাড়ানো হয়েছে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও। একই সুবিধা ভোগ করবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ও পেনশনভোগীরাও। এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আজ বুধবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানিয়েছে, ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধ দেশটির অর্থনীতিতে ব্যাপকভাবে আঘাত করেছে। মারা গেছে পাঁচ লাখেরও বেশি সিরিয়। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ লোক।
মঙ্গলবার শেষ সময়ে দুটি ডিক্রিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট আসাদ। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের বেতন দ্বিগুণ হয়েছে। একইসঙ্গে ডিক্রির মাধ্যমে বেসরকারি কর্মজীবীদেরও সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/08/16/siriyyaa-in.jpg)
এএফপি আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া আগে সিরিয়ার সরকারি কর্মকর্তাদের বেতন ছিল ১০ থেকে ২৫ মার্কিন ডলারের মধ্যে। নতুন সিদ্ধান্ত মোতাবেক, বেসরকারি সেক্টরে চাকরিজীবীরা প্রতি মাসে সর্বনিম্ন এক লাখ ৮৫ হাজার ৯৪০ পাউন্ড (সিরিয়ার মুদ্রা) বেতন পাবেন।
এদিকে, ওই ডিক্রির খবর প্রকাশের পরই সিরিয়ার বাণিজ্য মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে দেশটিতে জ্বালানি তেলের ওপর ভুর্তকি তুলে নেওয়ার কথা জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতির পরই প্রতি লিটার পেট্রোলের দাম গিয়ে ঠেকে আট হাজার পাউন্ডে, যা আগে ছিল তিন হাজার পাউন্ড। আর অন্যান্য জ্বালানি তেলের দাম গিয়ে ঠেকেছে দুই হাজার পাউন্ডে, যা আগে ছিল ৭০০ পাউন্ড।
যুদ্ধ শুরু পর থেকেই ডলারের বিপরীতে দরপতন হচ্ছে সিরিয়ার মুদ্রা পাউন্ডের। আজ প্রতি ডলারের বিপরীতে পাউন্ডের দাম দাঁড়ায় ১৪ হাজর ৩০০। তবে, এই দামটি ছিল বেসরকারি। আর সরকারি রেট অনুযায়ী, প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাবে আট হাজার ৫৪২ পাউন্ড।