‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চীনে পুতিন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/17/putin.jpg)
চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে বেইজিং পৌঁছেন তিনি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম কোনো বড় দেশে সফর।
চীনে এই সপ্তাহে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বৈঠকে যোগ দিচ্ছেন ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ আমন্ত্রিত অতিথিরা। অতিথিদের তালিকায় প্রথমেই ছিল পুতিনের নাম। পুতিনও জানিয়েছেন, ‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতেই তিনি চীন এসেছেন।
চীন-রাশিয়া উভয় দেশের মধ্যে সম্পর্ক এখন খুবই ভালো। ইউক্রেন যুদ্ধে চীন রাশিয়ার বিরুদ্ধাচরণ করেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, পুতিনের এই সফরের সময় চীন মস্কোকে সমর্থনের কোনো প্রতীকী আচরণ করবে।
কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের আলেকজান়্ডার গ্যাবুয়েভ বলেন, ‘রাশিয়ার সঙ্গে চীন যে এখন কোনো বড় চুক্তি করবে না, পুতিন তা জানেন। চীন এখন সব তাস বুকের কাছে রেখে দিয়েছে। কাউকে দেখতে দিচ্ছে না।’
ক্রেমলিন জানিয়েছে, আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) পুতিন ও শি বৈঠকে বসবেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘পুতিনকে আমন্ত্রণ জানানো এবং তাকে প্রধান অতিথির সম্মান দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানাই।’ এই সফরের ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও বাড়বে বলেও তিনি আশাপ্রকাশ করেছেন।
চীন জানিয়েছে, রাশিয়া সব সময়ই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে সমর্থন জানিয়ে এসেছে।
ক্রেমলিন জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনকে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘শি আমাকে বন্ধু বলে সম্বোধন করেন, আমিও তাকে বন্ধু বলে ডাকি।’