বেইলি রোড অগ্নিকাণ্ড, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/03/jaapaaner-prraassttrmntrii-iyoko-kaamikaaoyaa.jpg)
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। ফাইল ছবি
ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে পাঠানো শোকবার্তায় ইয়োকো কামিকাওয়া বলেন, ‘ঢাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে আমি গভীরভাবে শোকাহত। আমি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
ইয়োকো কামিকাওয়ার বার্তায় নিহতদের জন্য প্রার্থনা এবং তাদের প্রিয়জনদের হারানোর জন্য শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।