এবার ট্রাম্প হোটেলের সামনে টেসলার সাইবারট্রাক বিস্ফোরণ, নিহত ১
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে পিকআপ ট্রাক হামলায় ১৫ জন নিহতের রেশ কাটতে না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবারট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে টেসলার সাইবারট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এতে চালক নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণটি সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ কিনা তা তদন্ত করছে এফবিআই।
হোটেলের ভেতরে এবং বাইরে প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা গেছে, হোটেলের ঠিক বাইরে পার্ক করা অবস্থায় গাড়িটি বিস্ফোরিত হচ্ছে এবং এটি থেকে অগ্নিশিখা বের হচ্ছে।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ট্রাম্প অর্গানাইজেশনের অংশ। এটি দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অবশ্যই এটি একটি সাইবারট্রাক, ঘটনাস্থল ট্রাম্প হোটেল - আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।’ পরে এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইনচার্জ জেরেমি শোয়ার্টজ সাংবাদিকদের বলেন, বিস্ফোরণটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও স্পষ্ট নয়। ম্যাকমাহিল আরও জানান, সাইবারট্রাকের ভেতরে একজন ‘মৃত ব্যক্তি’ ছিলেন এবং সাতজন সামান্য আহত হয়েছেন।
এদিকে সামজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিস্ফোরণটি ‘খুব বড় আতশবাজি' কিংবা ‘ভাড়া করা সাইবারট্রাকটিতে রাখা একটি বোমা থেকে’ সৃষ্ট। এটি গাড়ির সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি করেছেন তিনি।