গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৬৬ মরদেহ উদ্ধার
গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচে আরও ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, গতকাল সোমবার (২০ জানুয়ারি) ধ্বংস হওয়া বাড়ি ও ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধার হয়। এর মধ্যে দক্ষিণ গাজা থেকে ৫৮ জন ও উত্তর গাজায় আটজনের মরদেহ পাওয়া যায়। খবর আল জাজিরার।
এর আগে এক টেলিগ্রাম পোস্টে সিভিল ডিফেন্স জানায়, ধারণা করা হচ্ছে, নিখোঁজ ১০ হাজার মানুষ ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়িসহ বিভিন্ন ভবনের নিচে চাপা পড়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহত ৩৮ হাজার ৩০০ জনের তালিকায় এসব নিখোঁজ ব্যক্তির তথ্য উল্লেখ করা হয়নি।
সিভিল ডিফেন্স জানিয়েছে, যুদ্ধ চলাকালে তাদের সদস্যদের উপত্যকার বৃহৎ অংশজুড়ে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে শত শত মৃতদেহ রয়েছে, যা এখনও উদ্ধার করা হয়নি। ফলে যুদ্ধবিধ্বস্ত গাজার বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার জন্য বিদেশি উদ্ধারকর্মীদের এগিয়ে আসার প্রয়োজন।
সেইসঙ্গে সংস্থাটি গাজাবাসীকেও উদ্ধারকাজে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানায়।
গতকাল রোববার থেকে হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপের বন্দি বিনিময় কার্যক্রম শুরু হয়। ওইদিন তিনজন ইসরায়েলি বেসামরিক নারী ও ৯০ জন ফিলিস্তিনি নারী-শিশু মুক্তি পায়।