শপথ অনুষ্ঠানে যে কারণে বিতর্কিত হলেন ট্রাম্প
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গতকাল সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শপথের সময় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলে হাত রাখেননি তিনি। এ নিয়ে অনলাইনে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আপাতদৃষ্টিতে এর কোনো বাস্তব প্রভাব নেই।
গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডান হাত উঁচু করে শপথ গ্রহণ করেন। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তার পাশে দুটি বাইবেল নিয়ে দাঁড়িয়ে থাকলেও তিনি বাম হাত এর ওপরে রাখেননি। তার শপথ অনুষ্ঠানে আনা হয়েছিল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের দুটি কপি। যার মধ্যে একটি ছিল যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানের বাইবেল। আরেকটি ছিল ট্রাম্পের মায়ের দেওয়া। কথা ছিল, এ দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথ নেবেন ট্রাম্প।
উদ্বোধনী অনুষ্ঠানে জাঁকজমক এবং জমকালো বক্তৃতা থাকার সত্ত্বেও সোমবার বিকেলে ট্রাম্প সম্পর্কে গুগলে আমেরিকানরা যে বিষয়টি সবচেয়ে বেশি অনুসন্ধান করেছিল তা হলো, তার বাইবেলে হাত না রাখার বিষয়টি।
বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি পরিষ্কার করে প্রেসিডেন্সিয়াল স্কলার ও অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর জেরেমি সুরি বলেছেন, “সংবিধানে এমন কোনো কিছু উল্লেখ নেই যে, প্রেসিডেন্টকে শপথের সময় ইশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। শপথ হলো সংবিধানের ওপর। আমি মনে করি না বাইবেলে হাত না রাখায় এটির কোনো মূল্য আছে। সংবিধান অনুযায়ী আপনি শপথ বাক্য অথবা প্রত্যায়নপত্র পাঠ দুটোই করতে পারেন। ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে তা প্রাসঙ্গিক নয়।”
ট্রাম্পের মুখপাত্রদের কাছে এ ব্যাপারে রয়টার্স যোগাযোগ করলেও তারা কেউ সাড়া দেননি।
মার্কিন সংবিধানের দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট "নিম্নলিখিত শপথ বা ঘোষণা গ্রহণ করবেন: - আমি আন্তরিকভাবে শপথ করছি (অথবা নিশ্চিত করছি) যে আমি বিশ্বস্ততার সঙ্গে প্রেসিডেন্টের কার্যালয় পরিচালনা করব এবং আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংরক্ষণ, সুরক্ষা এবং রক্ষা করব।"