১৩তম সন্তানের দাবি ঘিরে নীরবতা ভাঙলেন ইলন মাস্ক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/16/mask_1_0.jpg)
কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন টেসলার সিইও ইলন মাস্ক তার পাঁচ মাস বয়সী সন্তানের বাবা। এ নিয়ে চলছে নানা বিতর্ক। অবশেষে নীরবতা ভেঙেছেন টেসলার সিইও। খবর এনডিটিভির।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মাস্ক সংক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, "হোয়াহ", যা তার বিস্ময়ের ইঙ্গিত দেয়। তিনি এই প্রতিক্রিয়া দেন এমন এক পোস্টের জবাবে, যেখানে বলা হয়েছিল যে ২৬ বছর বয়সী অ্যাশলে সেন্ট ক্লেয়ার পাঁচ বছর ধরে পরিকল্পনা করছিলেন মাস্কের সন্তানের মা হওয়ার জন্য।
গত শুক্রবার অ্যাশলে সেন্ট ক্লেয়ার এক্সে পোস্ট করে লেখেন, "পাঁচ মাস আগে আমি একটি সন্তানের জন্ম দিয়েছি। ইলন মাস্কই তার বাবা।" তিনি পোস্টের সঙ্গে লাতিন ফ্রেজে লেখেন "ফয়সালা হয়ে গেছে"।
ক্লেয়ার আরও জানান, তিনি সন্তানের নিরাপত্তার কারণে এতদিন তথ্যটি গোপন রেখেছিলেন, তবে ট্যাবলয়েড পত্রিকাগুলো খবর প্রকাশ করতে চলেছে বুঝতে পেরে তিনি নিজেই সত্যটা সামনে এনেছেন।
মাস্কের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার পর, অ্যাশলে সেন্ট ক্লেয়ার অভিযোগ করেন যে, তিনি সরাসরি যোগাযোগের চেষ্টা করলেও মাস্ক কোনো জবাব দেননি।
ক্লেয়ার লেখেন, "ইলন, গত কয়েকদিন ধরে আমরা তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। কখন আমাদের সরাসরি উত্তর দেবে, নাকি শুধু গুজবের জবাব দিয়েই যাবে?"
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/16/musk_inner_1.jpg)
তার প্রতিনিধি ব্রায়ান গ্লিকলিচ নিশ্চিত করেছেন যে, মাস্ক ও অ্যাশলে বর্তমানে একটি কো-প্যারেন্টিং চুক্তি নিয়ে আলোচনা করছেন।
গ্লিকলিচ আরও বলেন, "আমরা আশা করছি ইলন মাস্ক প্রকাশ্যে পিতৃত্বের স্বীকৃতি দেবেন, যাতে অহেতুক গুজব বন্ধ হয়। অ্যাশলে বিশ্বাস করেন যে, ইলন সন্তানের সুরক্ষা ও কল্যাণের জন্য দ্রুত চুক্তিটি সম্পন্ন করবেন।"
পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে বলা হয়েছে, অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন যে, মাস্ক সম্প্রতি তাকে আরও সন্তান জন্ম দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু এখন তিনি শুধু গুজবে প্রতিক্রিয়া দিচ্ছেন, সরাসরি কথা বলছেন না।
তিনি আরও অভিযোগ করেন, মাস্ক এক্সের এমন একটি ব্যবহারকারীর পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন, যে তার অপ্রাপ্তবয়স্ক অবস্থার কিছু আপত্তিকর ছবি শেয়ার করেছিল। পরে, এক্সের নিরাপত্তা বিভাগ সেই অ্যাকাউন্টটি সাময়িকভাবে নিষিদ্ধ করে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/16/musk_inner_2.jpg)
৫২ বছর বয়সী ইলন মাস্কের আগেও ১২টি সন্তান রয়েছে। তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে পাঁচ সন্তান—যমজ ভিভিয়ান ও গ্রিফিন এবং ট্রিপলেট কাই, স্যাক্সন ও ড্যামিয়ান।
সংগীতশিল্পী গ্রাইমসের সঙ্গে তার তিন সন্তান—এক্স, এক্সা ডার্ক সিডারিয়েল, এবং টেকনো মেকানিকাস।
নিউরালিঙ্কের নির্বাহী শিভন জিলিসের সঙ্গে তার রয়েছে যমজ সন্তান—স্ট্রাইডার ও আজ্যুর।