সৌদি আরব ও কুয়েতে শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে ২৯ মার্চ

কুয়েতে ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপিত হতে পারে আগামী ৩০ মার্চ। দেশটির আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার আজ শনিবার (১৫ মার্চ) এমন একটি ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে আরব টাইমস কুয়েত। জোতির্বিজ্ঞান নিয়ে কাজ করা সংস্থাটি বলেছে, ২৯ মার্চ সৌদি আরব ও কুয়েতের আকাশে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান থাকবে মাত্র আট মিনিট।
আল ওজাইরি সেন্টার জানিয়েছে, ২৯ মার্চ দুপুর ১টা ৫৭ মিনিটে নতুন চাঁদটি আকাশে উঠলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশে সূর্য ডোবার আগেই তা মিলিয়ে যাবে। আর একারণে এসব দেশে চাঁদ ওঠার সময় তা দেখা প্রায় অসম্ভব হবে।
আল ওজাইরি সেন্টার আরও জানায়, বেশ কিছু আরব ও ইসলামি দেশের রাজধানীতে তাদের ভৌগলিক অবস্থানের ভিন্নতার কারণে চার থেকে ২০ মিনিটের মতো আকাশে চাঁদ দেখা যাবে।
তারা আরও জানায়, তবে শাওয়াল মাস কবে থেকে শুরু হবে সে সম্পর্কে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কেবলমাত্র কুয়েতের চাঁদ দেখার জন্য গঠিত শরিয়া কর্তৃপক্ষের।