গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত মোট ৫০ হাজার ৩৯৯ জন প্রাণ হারিয়েছেন। খবর আল-জাজিরার।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১৮৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে, যার ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ৫৮৩ জনে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না’।
ইসরায়েলি বাহিনী গত ১৮ মার্চ গাজায় আকস্মিক বিমান হামলা চালায়। এসব হামলায় এক হাজার ৪২ জন নিহত এবং দুই হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন। যদিও জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল।

গত নভেম্বর, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়াও, গাজার ওপর ইসরায়েলের যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।