শুল্ক বৃদ্ধি ‘দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে’ : জাতিসংঘ

অনেক জল্পনা-কল্পনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে পণ্য আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। কয়েকটি দেশের ওপর সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন তিনি। গত বুধবার (২ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত প্রায় সব পণ্যের ওপর ১০ শতাংশ ‘বেসলাইন কর’ ঘোষণা করে তার পারস্পরিক শুল্ক পরিকল্পনা প্রকাশ করেছেন।
এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ যেমন তীব্র আকার ধারণ করেছে, তেমনি উচ্চ মুদ্রাস্ফীতির পাশাপাশি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার আশঙ্কাও।
মার্কিন প্রেসিডেন্টের শুল্ক বৃদ্ধির এ পদক্ষেপ বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টির পর এ বিষয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি-আঙ্কটাড) বলেছে, বর্ধিত বৈশ্বিক বাণিজ্য শুল্ক সবচেয়ে দুর্বল এবং দরিদ্র মানুষদের ক্ষতি করবে। শনিবার (৫ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।
আঙ্কটাডের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান এক বিবৃতিতে বলেছেন, এর ফলে বাণিজ্য অস্থিরতা ‘দুর্বল এবং দরিদ্রদের ক্ষতি করবে। বাণিজ্য যেন অস্থিরতার আরেকটি উৎস হয়ে না ওঠে। এটি উন্নয়ন এবং বিশ্বব্যাপী প্রবৃদ্ধির জন্য কাজ করবে।’
গত বুধবার (২ এপ্রিল) ট্রাম্প বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন, যার ফলে চীনও প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে। অন্যান্য দেশও এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। যা বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
গ্রিনস্প্যান আরও বলেছেন, ‘আজকের চ্যালেঞ্জগুলো প্রতিফলিত করার জন্য বিশ্বব্যাপী বাণিজ্য নিয়মগুলো বিকশিত হতে হবে।’ তিনি বলেছেন, ‘এখন সহযোগিতার সময়, উত্তেজনা বৃদ্ধির নয়।’