নির্বাসিত নাগরিককে ফেরাতে সুপ্রিম কোর্টের নির্দেশ, ট্রাম্প প্রশাসনে বড় ধাক্কা

মার্কিন সুপ্রিম কোর্ট ভুলবশত নির্বাসিত সালভাদরান অভিবাসীর প্রত্যাবর্তন ‘সহজ’ করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুপ্রিম কোর্টের দেওয়া এই নির্দেশনার অভিবাসন মামলায় বড় ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। খবর এএফপির।
২৯ বছর বয়সী কিলমার আব্রেগো গার্সিয়া পূর্বাঞ্চলীয় মেরিল্যান্ড রাজ্যে বসবাস করতেন। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে দুই শতাধিক ব্যক্তিকে এল সালভাদরের একটি কারাগারে পাঠানো হয়। তাদের মধ্যে গার্সিয়াও ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, নির্বাসিতদের মধ্যে বেশিরভাগই ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার সন্দেহভাজন সদস্য ছিলেন, যাদের ট্রাম্প প্রশাসন একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। তবে বিচার বিভাগের আইনজীবীরা পরে স্বীকার করেছেন যে আব্রেগো গার্সিয়া একজন মার্কিন নাগরিককে বিয়ে করেছেন। ‘প্রশাসনিক ত্রুটির’ কারণে তাকে নির্বাসিত করা হয়েছিল।

সুপ্রিম কোর্ট স্বাক্ষরবিহীন রায়ে সরকারকে এই নির্দেশ দিয়েছে। সেখানে বলা হয়েছে, আব্রোগো গার্সিয়াকে এল সালভাদরের হেফাজত থেকে মুক্তির বিষয়টিকে 'সহজ' করতে হবে। একই সঙ্গে তাকে অন্যায়ভাবে এল সালভাদরে পাঠানো না হলে তার মামলাটি যেভাবে পরিচালিত হতো ঠিক যাতে সেভাবে পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, আব্রোগো গার্সিয়া ২০১৯ সাল থেকে সুরক্ষিত আইনি মর্যাদার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সেই সময় একজন বিচারক রায় দিয়েছিলেন যে তাকে নির্বাসিত করা উচিত হবে না, কারণ তার নিজ দেশে ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল।