জার্মানিতে আগের মতোই পাঁচ বছরে নাগরিকত্ব

জার্মানির নতুন সরকার (রক্ষণশীল সিডিইউ/সিএসইউ এবং মধ্য বামপন্থি এসপিডি জোট) অভিবাসীদের জন্য তিন বছরের মধ্যে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করতে যাচ্ছে। নতুন সরকারের এই সিদ্ধান্তে অনেকেই বিভ্রান্তিতে ভুগছেন। দেশটির নাগরিকত্ব আইনে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে তারা৷ নতুন এই জোট সরকার আগের মতোই পাঁচ বছর জার্মানিতে থাকলে এবং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জার্মান ভাষা জানলে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পুনর্বহাল করতে যাচ্ছে।
গত বছর জার্মান সরকার (এসপিডি, গ্রিন পার্টি ও এফডিপির জোট) নতুন আইন করে অভিবাসীদের জন্য দ্রুত নাগরিকত্বের পথ উন্মুক্ত করেছিল। কিন্তু রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ওই সময় এ নিয়মের বিরোধিতা করে বলেছে, ‘মাত্র তিন বছর জার্মানিতে থাকলে নাগরিকত্ব দেওয়া ঠিক না।’ তারা এটাকে ‘টার্বো নাগরিকত্ব’ বলে সমালোচনা করেছে। এবার তারা এ সুযোগ বন্ধ করতে যাচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতোই পাঁচ বছর জার্মানিতে থাকলে এবং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জার্মান ভাষা জানলে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। দ্বৈত নাগরিকত্ব (জার্মানির সঙ্গে অন্য দেশের নাগরিকত্ব) পাওয়ার সুযোগ আগের মতোই থাকবে।
যদিও সিডিইউ নেতারা দ্বৈত নাগরিকত্ব পছন্দ করছেন না, কিন্তু এসপিডির কারণে তারা এই নিয়ম বাতিল করার সুযোগ পায়নি। তাই অভিবাসীরা জার্মান নাগরিক হওয়ার পরও আগের মতোই নিজেদের আগের দেশের নাগরিকত্ব ধরে রাখতে পারবেন। তবে দেশটিতে যারা অবৈধভাবে অবস্থান করছেন বা জার্মান নিয়ম-কানুনের বিরুদ্ধে গিয়ে শান্তি নষ্ট করছেন, তাদের নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে কঠোরতা অবলম্বনের বিষয়ে আলোচনা হচ্ছে।