ভারতের যেকোনো হুমকির জবাবে কঠোর ব্যবস্থা নেবে ইসলামাবাদ

জম্মু-কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর হামলার জেরে নয়াদিল্লির কঠোর পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক জরুরি বৈঠকে ভারতের যেকোনো হুমকির মুখে ‘কঠোর ও সমতুল্য’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
এনএসসির বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি এলে তার সমুচিত জবাব দেওয়া হবে।’
এর আগে, ভারত পানি বণ্টন চুক্তি স্থগিত করে, পাকিস্তানের সঙ্গে প্রধান স্থল সীমান্ত বন্ধ করে, কূটনৈতিক সম্পর্ক কমিয়ে এবং পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল করে। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তানও বেশ কিছু পাল্টা ব্যবস্থা নিয়েছে।

ইসলামাবাদ ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার এবং শিখ তীর্থযাত্রী ছাড়া অন্য ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে। একই সঙ্গে, সিন্ধু নদীর পানি সরবরাহ বন্ধ করার যেকোনো ভারতীয় প্রচেষ্টাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হিসেবে গণ্য করে পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।
পাকিস্তান আরও জানিয়েছে, ভারতীয় সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের অবিলম্বে পাকিস্তান ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পাকিস্তানের আকাশসীমা ‘ভারতীয় মালিকানাধীন বা ভারতীয় পরিচালিত সব এয়ারলাইন্স’ বন্ধ করে দেওয়া হয়েছে। পাঞ্জাবের ওয়াগাহ সীমান্ত ক্রসিং ও বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই পথ দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আন্তঃসীমান্ত বাণিজ্যও স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতীয়-শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ইসলামাবাদকে ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ’ মদদ দেওয়ার অভিযোগ এনেছে। এই হামলার জেরেই ভারত একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে, যার পাল্টা জবাব দিল পাকিস্তান।
এই পরিস্থিতিতে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এই পরিস্থিতি কতটা উদ্বেগের কারণ হবে, তা সময়ই বলবে।