ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করল পাকিস্তান

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানকে আটকের দাবি করেছে পাকিস্তানের আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অসাবধানতাবশত বিএসএফের এক কনস্টেবল পাঞ্জাব দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করলে তাকে আটক করা হয়।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বুধবার (২৩ এপ্রিল) ১৮২ নং ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং সামরিক পোশাকে ভুল করে ফিরোজপুরের কাছ দিয়ে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন। আটকের সময় তার হাতে রাইফেলও ছিল। তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে ছিলেন এবং পথ ভুলে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ওই জওয়ানকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। এই হত্যাকাণ্ডে পাকিস্তানের পরোক্ষ মদদ রয়েছে অভিযোগ করে ভারত ইতোমধ্যেই ইসলামাবাদের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর জবাবে আজ বৃহস্পতিবার পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিএসএফ জওয়ান আটকের খবর সামনে এলো।