ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনে ইরানের উদ্যোগকে স্বাগত জানাল পাকিস্তান

ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা কমাতে ইরানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে বলে জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। ২০০০ সালের পর এটি বিতর্কিত অঞ্চলটিতে সবচেয়ে ভয়াবহ হামলা। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।
এই ঘটনার পর পারমাণবিক শক্তিধর দেশ দুটি একে অপরের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে, ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। পাকিস্তান প্রতিশোধ হিসেবে সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় উড়োজাহাজের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
ভারত হামলাকারীদের সীমান্তের বাইরে যোগসূত্র থাকার ইঙ্গিত দিয়েছে, অন্যদিকে পাকিস্তান দৃঢ়ভাবে তাদের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে।
ইরনার প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রী শাহবাজ ইরানের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছেন এবং উত্তেজনা কমাতে ইরানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও জোর দিয়ে বলেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায় এবং ইরান যদি এই বিষয়ে ভূমিকা পালন করতে চায়, তাহলে ইসলামাবাদ তা স্বাগত জানাবে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে এবং ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগাম এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার সঙ্গে কোনো যোগসূত্র নেই।’
তাছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ আরও বলেন, পাকিস্তান ‘সন্ত্রাসী হামলার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তে অংশগ্রহণ করতে’ প্রস্তুত।
শাহবাজ শরীফ আরও বলেন, গত দুই দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার হওয়া দেশের একটি, যেখানে হাজার হাজার নাগরিক প্রাণ হারিয়েছেন এবং সরকার এই হুমকি মোকাবিলায় কোটি কোটি ডলার ব্যয় করছে।
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তির বিষয়ে ভারতের সিদ্ধান্ত সম্পর্কে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ‘অগ্রহণযোগ্য এবং ইসলামাবাদ যেকোনো মূল্যে আত্মরক্ষা করবে’।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ‘শহীদ রাজাই বন্দরে শক্তিশালী বিস্ফোরণে হতাহতের ঘটনায় ইরানের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং বলেছেন, ইসলামাবাদ এই ঘটনা মোকাবিলায় তেহরানকে সহায়তা করতে প্রস্তুত’।
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার পক্ষ থেকে ‘শহীদ রাজাই বন্দরের ঘটনায় হতাহতদের প্রতি সংহতির জন্য’ প্রধানমন্ত্রী শাহবাজকে ধন্যবাদ জানান এবং ‘এই অঞ্চলে শান্তির’ জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন।
এ সময় ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় শাহবাজ শরীফ পেজেশকিয়ানকে ইসলামাবাদ সফর করতে পুনরায় আমন্ত্রণ জানান।