ছয় দিনে ভারত ছাড়লেন ৭৮৬ পাকিস্তানি নাগরিক

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সরকারের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার জেরে ৭৮৬ জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়েছেন। গত ২৪ এপ্রিল থেকে ছয় দিনে অ্যাটারি-ওয়াগা সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেন তারা।
আজ বুধবার (৩০ এপ্রিল) ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ওই কর্মকর্তা আরও জানান, একই সময়ের মধ্যে পাকিস্তান থেকে ১৩৭৬ জন ভারতীয় নাগরিকও এই সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরে এসেছেন।
এর আগে গত ২৪ এপ্রিল ভারত সরকার ঘোষণা করে, সকল পাকিস্তানি নাগরিককে ২৭ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে হবে। তবে যাদের মেডিকেল ভিসা ছিল তাদের জন্য এই সময়সীমা ২৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। কূটনৈতিক, সরকারি ও দীর্ঘমেয়াদি ভিসাধারীরা এই নির্দেশের বাইরে ছিলেন। গত রোববার স্বল্পমেয়াদি ভিসার ১২টি শ্রেণির পাকিস্তানিদের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পাকিস্তানগামী সরাসরি ফ্লাইট না থাকায় অনেক পাকিস্তানি নাগরিক দুবাই বা অন্যান্য রুটের মাধ্যমে বিমানে করে দেশে ফিরে গেছেন। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলো দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করতে কাজ করছে। ফলে আরও অনেক পাকিস্তানি নাগরিক ভারত ত্যাগ করবেন বলে আশা করা যাচ্ছে।

আরেক কর্মকর্তা জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর নিবিড় তত্ত্বাবধানে দেশব্যাপী পাকিস্তানিদের যাচাইকরণ প্রক্রিয়া চলছে। ২৯ এপ্রিলের পরেও কোনো পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারতে তাদের অবস্থান অবৈধ হিসেবে গণ্য করা হবে।
গত সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির পর ভারত সরকার এই কঠোর পদক্ষেপ নেয়। একই সঙ্গে ভারতীয় নাগরিকদেরও পাকিস্তান ভ্রমণ এড়াতে এবং যারা সেখানে অবস্থান করছেন তাদের দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়।