লাহোরের মার্কিন কনস্যুলেটের কর্মীদের ‘আশ্রয়কেন্দ্রে’ থাকার নির্দেশ

লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল ক্রিস্টিন কে হকিন্স তাদের সকল কর্মীদের অবিলম্বে ‘আশ্রয়কেন্দ্রে’ থাকার নির্দেশ জারি করেছে। তিনি জানান, লাহোরসহ কাছাকাছি এলাকায় ‘ড্রোন বিস্ফোরণ’ ও ‘সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের’ খবর পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।
আজ বৃহস্পতিবার (৮ মে) কনস্যুলেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কনস্যুলেট প্রাথমিক সূত্রে খবর পেয়েছে, লাহোরের প্রধান বিমানবন্দরের সংলগ্ন কিছু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে পারে শহর কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে কনস্যুলেটের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।’

মার্কিন নাগরিকদের জন্য জারি করা এক সতর্কবার্তায় কনস্যুলেট কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ‘সক্রিয় সংঘাতের এলাকায়’ রয়েছেন তারা যদি নিরাপদ বোধ করেন তবে ওই এলাকা ত্যাগ করতে পারেন। তবে পরিস্থিতি বিপজ্জনক মনে হলে তাদের নিকটস্থ কোনো নিরাপদ স্থানে বা আশ্রয়কেন্দ্রে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি করেছে ভারত। অন্যদিকে ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি-নির্মিত ‘হারোপ ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তান তার প্রযুক্তিগত ও সশস্ত্র দক্ষতা সম্পূর্ণরূপে ব্যবহার করে ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি-নির্মিত হারোপ ড্রোন ভূপাতিত করেছে।