পাকিস্তানের সঙ্গে সংঘাত বাড়াতে চায় না ভারত : বিক্রম মিশ্রি

পাকিস্তান সীমান্তে চলমান সংঘাত আর বাড়াতে চায় না ভারত। আজ বৃহস্পতিবার (৮ মে) এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই মন্তব্য করেন। তিনি বলেন, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা ছিল এই সংঘাতের প্রথম ধাপ। ভারত কেবল সেই হামলার প্রতিক্রিয়াই জানিয়েছে। খবর এনডিটিভির।
পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারত কোনো সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানেনি। তাদের অভিযান শুধু পাকিস্তানের অভ্যন্তরে থাকা সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। ভারতের এই পদক্ষেপ কোনোভাবেই পরিস্থিতি আরও উত্তপ্ত করার উদ্দেশ্যে নয়, বরং এটা ছিল প্রথম হামলার একটি উপযুক্ত জবাব।
বিক্রম মিশ্রি আরও জানান, ভারত পেহেলগাম হামলার দায় স্বীকারকারী লস্কর-ই-তৈয়্যবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) সম্পর্কে জাতিসংঘকে বিস্তারিত জানিয়েছে। এমনকি যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই হামলা নিয়ে আলোচনা চলছিল তখনও পাকিস্তান টিআরএফের ভূমিকার বিরোধিতা করেছিল। অথচ এই সংগঠনটি দুবার হামলার দায় স্বীকার করেছে।

এছাড়াও পররাষ্ট্র সচিব পাকিস্তান কর্তৃক নিরপেক্ষ তদন্তের প্রস্তাবকে লোক দেখানো পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি অতীতের বিভিন্ন ঘটনা ও পাকিস্তানি নেতাদের বক্তব্য তুলে ধরে বলেন, বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্র হিসেবে পাকিস্তানের খ্যাতি সর্বজনবিদিত। তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তান বরাবরই সন্ত্রাসবিরোধী তদন্তে বাধা দিয়েছে।