সংঘাতের জেরে ৮৩ বিলিয়ন ডলার হারাল ভারতীয় শেয়ারবাজার

প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন দেখল ভারতীয় শেয়ারবাজার। আজ শুক্রবার (৯ মে) দেশটির শেয়ারবাজারের লেনদেন শেষে মূলধন প্রায় ৮৩ বিলিয়ন ডলার কমেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়, এদিনের লেনদেনে নিফটি ৫০ সূচক ১ দশমিক ১ শতাংশ কমে ২৪ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক স্তর ধরে রাখলেও, বিএসই সেনসেক্স ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে দিনের সর্বনিম্ন স্তরের কাছাকাছি ৮০ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। দিনের শুরুতে বাজার মূলধনের ক্ষতির পরিমাণ ১০৮ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছিল।
এর আগে বৃহস্পতিবারও শেয়ারবাজারে প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ পতন হয়। এই সপ্তাহে মোট ১ দশমিক ৩ শতাংশ পতন রেকর্ড করা হয়েছে, যা গত তিন সপ্তাহের টানা উত্থানের পর প্রথম পতন।
বাজার বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এই সামরিক উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার অভাব তৈরি করেছে। প্রফিটমার্ট সিকিউরিটিজের গবেষণা প্রধান অবিনাশ গোরাক্ষাকা বলেন, ‘সংঘাতের মাত্রা যেভাবে বাড়ছে, তাতে দেশীয় বাজার অস্থির হয়ে পড়েছে। পাকিস্তানের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হলে তা দীর্ঘমেয়াদী এবং পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে।’
এই অস্থিরতার কারণে শেয়ারবাজারের পাশাপাশি অন্যান্য সম্পদ শ্রেণিতেও প্রভাব পড়েছে। রুপির দরপতন ঠেকাতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে হস্তক্ষেপ করতে হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে এই সংঘাতের জের কতদূর গড়ায় এবং এর ভারতীয় অর্থনীতির ওপর কেমন প্রভাব পড়ে, তা এখন দেখার বিষয়। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে শেয়ারবাজারে আরও বড় ধরনের পতন দেখা যেতে পারে।