‘মোটু’ বলে কটাক্ষ করায় রেগে গিয়ে গুলি, যুবক গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশের গোরখপুর জেলায় এক যুবককে ‘মোটু’ বলে কটাক্ষ করায়, দুই ব্যক্তিকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) এই ঘটনা ঘটলেও শুক্রবার (৯ মে) অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভির।
অভিযুক্ত যুবকের নাম অর্জুন চৌহান। তিনি খাজনি থানার অন্তর্গত বেলঘাট এলাকার বাসিন্দা। তিনি তাঁর কাকুর সঙ্গে একটি মন্দিরের কাছে অনুষ্ঠিত ভোজে অংশ নিতে গিয়েছিলেন। সেখানেই একই এলাকার অন্য দুই ব্যক্তি — অনিল চৌহান ও শুভম চৌহান — তাঁকে ‘মোটু’ বলে কটাক্ষ করেন এবং তাঁর ওজন নিয়ে বিদ্রূপ করতে থাকেন।
পুলিশ সুপার (দক্ষিণ) জিতেন্দ্র কুমার জানান, অপমানজনিত ক্ষোভ থেকে অর্জুন চৌহান ও তাঁর বন্ধু আসিফ খান পরদিন বৃহস্পতিবার, ওই দু’জনকে হাইওয়েতে অনুসরণ করেন। প্রথমে ব্যর্থ হলেও পরে টেনুয়া টোল প্লাজার কাছে তাদের গাড়ি আটকিয়ে, গাড়ি থেকে নামিয়ে এনে গুলি চালান বলে অভিযোগ।
পথচারীরা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে তাঁদের জেলা মেডিকেল কলেজে রেফার করা হয়। বর্তমানে দুজনেই বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুভম চৌহানের পিতার লিখিত অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত অর্জুন চৌহানকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।