ভারতীয় আগ্রাসনে ঐক্যবদ্ধ পাকিস্তান : প্রেসিডেন্ট জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, ভারতের প্রকাশ্য আগ্রাসন পাকিস্তানি জনগণকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছে। পুরো জাতি ও সশস্ত্র বাহিনী নয়াদিল্লির যেকোনো শত্রুতার জবাব দিতে সর্বদা প্রস্তুত। খবর দ্য ডনের।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে আসিফ আলি জারদারি বলেন, ‘ভারতের বিনা উসকানিতে আগ্রাসনের ফলে যেসব শহীদ প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি পুরো জাতি শ্রদ্ধা জানায়। দেশের নিরাপত্তার জন্য জীবন উৎসর্গকারী সেনাবাহিনী ও বিমানবাহিনীর সাহসী সন্তানদের আমরা স্যালুট জানাই।’
প্রেসিডেন্ট আরও বলেন, ‘শহীদদের আত্মত্যাগে আমরা গর্বিত। আমাদের সাহসী বাহিনী সফলভাবে দেশ ও দেশের অখণ্ডতা রক্ষা করেছে। অপারেশন বুনিয়ান-উ-মারসুসের মাধ্যমে শত্রুদের অহংকার চূর্ণ করে দেওয়া হয়েছে।’

আসিফ আলি জারদারি বলেন, পাকিস্তান জনগণ ও সামরিক বাহিনী সর্বদা যেকোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত। তারা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর প্রতিটি হামলার কঠোর জবাব দেবে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।