ইউক্রেনের যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলায় নিহত ৯

ইউক্রেনের একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় আজ শনিবার (১৭ মে) সকালে পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের বিলোপিলিয়া শহরে এ ড্রোন হামলা চালানো হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাসটি আঞ্চলিক রাজধানী সুমির দিকে যাচ্ছিল, যা রুশ সীমান্ত থেকে খুব কাছেই অবস্থিত।
তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ শান্তি আলোচনায় বাসার একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। যদিও সেই আলোচনায় কোনো বড় ধরনের অগ্রগতি আসেনি, তবে উভয় পক্ষ যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে।
ইউক্রেনের পুলিশ বেসামরিক বাসে চালানো হামলাকে ‘নৃশংস যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। যদিও রাশিয়া সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সুমিতে একটি ‘সামরিক সরঞ্জাম মজুত করার স্থানে’ আঘাত হেনেছে।

সুমি অঞ্চলের প্রধান ওলেহ হ্রিহোরভ প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানান, স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ১৭ মিনিটে একটি রুশ ল্যানসেট ড্রোন বাসটিকে আঘাত করে। তিনি এই আক্রমণকে ‘অমানবিক’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা কোনো ফলপ্রসূ সমাধানে পৌঁছাতে পারেনি। তবে, উভয় দেশ আগামী কয়েক দিনের মধ্যে এক হাজার করে যুদ্ধবন্দিকে ফেরত দেওয়ার বিষয়ে রাজি হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে।