বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ রোববার (১৮ মে) সকাল ৮টা থেকে কিয়েভসহ কয়েকটি অঞ্চলে এসব ড্রোন হামলা চালানো হয়। খবর বিবিসির।
ইউক্রেন জানিয়েছে, কিয়েভসহ পূর্বাঞ্চলের ডিনিপ্রোপেট্রোভস্ক ও ডোনেৎস্ক অঞ্চলে ২৭৩টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়।
আগামীকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি পূর্বনির্ধারিত ফোনকল হওয়ার কথা রয়েছে। দেশটিকে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এমন এক সময় উইক্রেনের পক্ষ থেকে এ হামলার দাবি করা হলো।
এর আগে গত শুক্রবার তিন বছরেরও বেশি সময় পর তুরস্কের আঙ্কারায় সরাসরি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেন। তবে বন্দি বিনিময় চুক্তি ছাড়া তেমন কোনো ফল আসেনি সেখান থেকে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে। যার মধ্যে শাহেদ অ্যাটাক ড্রোনও ছিল। এর মধ্যে ৮৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আরও ১২৮টি ড্রোন ‘কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই’ লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কিয়েভের উপকণ্ঠে একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ২৬৭টি ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া।
শনিবার রাতে ইউক্রেনের কর্মকর্তারা বলেন, আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও রাশিয়ার এই হামলা যুদ্ধ বন্ধ করার কোনো অভিপ্রায় নেই বলেই ইঙ্গিত দিচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা আন্দ্রিয় ইয়ারমাক বলেন, ‘রাশিয়ার জন্য ইস্তাম্বুলের আলোচনা কেবল একটি অভিনয়। পুতিন চান যুদ্ধ।’
এদিকে আজ ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে পোপ লিওর সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠক করেন তিনি। এরপর রোমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথেও সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন জেলেনস্কি।