পারমাণবিক ইস্যুতে রোমে শুরু ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে মতভিন্নতা তৈরি হওয়ার পর আজ শুক্রবার (২৩ মে) ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের আপস-আলোচকরা সেই পারমাণবিক ইস্যুতেই পঞ্চম ধাপের আলোচনায় বসেছেন।
পারমাণবিক ইস্যুতে গত এপ্রিলে শত্রুভাবাপন্ন এই দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়। ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে পারমাণবিক ইস্যুতে সম্পাদিত একটি আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর এ বিষয়ে এপ্রিলে প্রথমবারের মতো আলোচনায় বসে দেশ দুটি।
দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি বহাল রেখে হুঁশিয়ারি দিয়ে জানান, কূটনীতি যদি ব্যর্থ হয় তবে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, পারমাণবিক ইস্যুতে ইরান চায় একটি নতুন চুক্তিতে পৌঁছাতে এবং সেই চুক্তির আলোকে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থা করতে। এই নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি চরম সংকটের মুখোমুখি। তবে, শেষ ধাপের আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে বিরোধ প্রকাশ্যে চলে আসে। ওমানের রাজধানী মাসকাটে হয়েছিল ওই আলোচনা।
এ প্রসঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটন ইরানকে এক শতাংশও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমোদন দিতে পারে না। আর তেহরান এ বিষয়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার চুক্তিতে তার অধিকারের কথা উল্লেখ করে বলেছে এ ধরনের উক্তি ‘রেড লাইন’ হিসেবে কাজ করবে।

এদিকে শুক্রবারের আলোচনা শুরু আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দুদেশের মধ্যে এখনও মৌলিক পার্থক্য রয়ে গেছে। তিনি আরও বলেন, ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শনের পথ খোলা রেখেছে। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে বাধা দিতে চায়, তবে আমাদের মধ্যে কোনো চুক্তি না-ও হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পারমাণবিক ইস্যু নিয়ে রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয় স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টায়)।