গাজায় ‘গণহত্যা’ নিয়ে নীরবতা ভাঙতে ৯০০ তারকার খোলা চিঠি

গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এবং চলচ্চিত্র শিল্পের নীরবতার কড়া সমালোচনা করে বিশ্বের ৯০০-এর বেশি চলচ্চিত্র ব্যক্তিত্ব একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। এই তালিকায় হলিউডের খ্যাতিমান অভিনেতা মার্ক রাফালো, রিচার্ড গিয়ার ও অভিনেত্রী সুসান সার্যান্ডনের মতো তারকারা রয়েছেন। খবর আল জাজিরার।
গত ১৩ মে কান চলচ্চিত্র উৎসব শুরুর আগে থেকেই এই আবেদনপত্রটিতে তারকারা স্বাক্ষর দিতে শুরু করেন। উৎসব শুরু হওয়ার সময় পর্যন্ত ‘শিন্ডলার্স লিস্ট’ তারকা রালফ ফিয়েনসসহ প্রায় ৩৮০ জনের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল।
‘আর্টিস্টস ফর ফাতেম’ শীর্ষক এই উদ্যোগটি নেওয়া হয়েছে ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতিমা (ফাতেম) হাসৌনার হত্যাকাণ্ডের প্রতিবাদে। ফাতিমাকে নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি কান উৎসবে প্রদর্শিত হয়েছিল।
২৫ বছর বয়সী ফাতেমা হাসৌনা গত মাসে গাজার উত্তরাঞ্চলে তার বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পরিবারের ১০ জনসহ নিহত হন। তার ডকুমেন্টারিটি এসিড কানস (ACID Cannes) নির্বাচনে অন্তর্ভুক্ত হওয়ার একদিন পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
খোলা চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘গাজায় যখন গণহত্যা চলছে এবং এই খবর আমাদেরকে গভীরভাবে আঘাত করছে, তখন শিল্পী ও সাংস্কৃতিক কর্মী হিসেবে আমরা নীরব থাকতে পারি না।’
এই পদক্ষেপটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে জোরালো প্রতিবাদের প্রতিফলন।