ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা

বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বোস্টনে দায়ের করা এ মামলায় প্রশাসনের পদক্ষেপকে আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে বিশ্ববিদ্যালয়টি। খবর বিবিসির।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মকর্তারা হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভিসা প্রোগ্রামে আওতায় প্রবেশাধিকার বাতিল ঘোষণার একদিন পর এ মামলা করা হলো।
ট্রাম্প প্রশাসন বলেছে, হার্ভার্ড ইহুদি-বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই এবং তাদের নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয়টি।
হার্ভার্ডে প্রায় ৬ হাজার ৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে, যা এই বছর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২৭ শতাংশের বেশি।
হার্ভার্ড মামলায় উল্লেখ করেছে, ‘সরকার কলমের এক খোঁচায় হার্ভার্ডের ছাত্র সংগঠনের এক-চতুর্থাংশ, বিশ্ববিদ্যালয় এবং এর লক্ষ্যে উল্লেখযোগ্য অবদান রাখা বিদেশি শিক্ষার্থীদের নাম মুছে ফেলার চেষ্টা করেছে।’ স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের সার্টিফিকেশন বাতিলে ডিএইচএসের পদক্ষেপ স্থগিতের আদেশ চেয়ে আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয়টি।
হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার এক চিঠিতে বলেছেন, ‘আমরা এই বেআইনি ও অযৌক্তিক পদক্ষেপের নিন্দা জানাই।’
অ্যালান গার্বার বলেন, ‘আমাদের একাডেমিক স্বাধীনতা বিসর্জন দিতে অস্বীকৃতি জানানোর প্রতিশোধ নিতে এবং আমাদের পাঠ্যক্রম, অনুষদ ও ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ নেওয়ার ফেডারেল সরকারের অবৈধ দাবির কাছে নতি স্বীকার করাতে সরকারের একাধিক পদক্ষেপের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ট্রাম্প প্রশাসন হার্ভার্ড এবং অন্যান্য নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করেছে—ফিলিস্তিনিপন্থি আন্দোলনকারীদের দমনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত শুধু এমন যুক্তিতেই নয়, বরং আরও দাবি করেছে—বিশ্ববিদ্যালয়গুলো রক্ষণশীল দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করছে।

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ডজন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত এপ্রিলে হোয়াইট হাউস হার্ভার্ডের জন্য বরাদ্দ ফেডারেল তহবিলের ২ দশমিক ২ বিলিয়ন ডলার স্থগিত করে। এ ছাড়া ট্রাম্প বিশ্ববিদ্যালয়টির কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি দিয়েছেন। তহবিল স্থগিতের পর হার্ভার্ডে একটি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে আদালতকে প্রশাসনের পদক্ষেপ বন্ধের জন্য অনুরোধ করা হয়েছিল।