ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে ৭ জুন (শনিবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
মালয়েশিয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে চাঁদ দেখা যায়নি। ফলে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস শুরু হবে। একইসঙ্গে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।
আজ মঙ্গলবার (২৭ মে) খালিজ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে মালয়েশিয়ার থেকে একদিন এগিয়ে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানায়, দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।ফলে আগামীকাল বুধবার থেকেই জিলহজ মাস শুরু হবে। এর অর্থ হলো, এই দেশটিতে ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

তবে ঈদুল আজহা পালনে মালয়েশিয়ার পথ অনুসরণ করেছে ব্রুনাই। দেশটির কর্তৃপক্ষ জানায়, ব্রনাইয়ে চাঁদ দেখা যায়নি। যার অর্থ হলো- আগামী বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এ হিসেবে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন (শনিবার)।