গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১৫

গাজার উত্তরাঞ্চলে সাংবাদিক ওসামা আল-আরবিদের বাড়িতে ইসরায়েলি হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ছাড়া বুধবার (২৮ মে) ভোর থেকে পুরো উপত্যকা জুড়ে অন্তত ১৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খবর আল-জাজিরার।
একই দিনে, বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি সাহায্য কেন্দ্রে ত্রাণ নিতে ছুটে আসা জনতার ওপর ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালালে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত হন। এ সময় আহত হন আরও ৪৬ জন।
জাতিসংঘ ও অন্যান্য প্রধান আন্তর্জাতিক এনজিওগুলো ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত এই সংস্থার মানবিক নীতিমালা নিয়ে প্রশ্ন তুলে আরও মৃত্যুর ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
বাড়ছে হতাহতের সংখ্যা, মানবিক সংকট চরমে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আরও এক লাখ ২৩ হাজার ১২৯ জন আহত হয়েছেন। তবে, সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করা হয়েছিল। এরপর থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে, যার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও, পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ।